২৫ মে, ২০১৫ খ্রিঃ কুমিল্লা জেলার বীরচন্দ্রনগর মিলনায়তন (টাউন হল) প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন, কুমিল্লা এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মবার্ষিকী ১ম বারের মত কুমিল্লায় জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে আয়োজিত ০৩ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নুর।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয় এর মাননীয় মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল, রেলপথ মন্ত্রনালয় এর মাননীয় মন্ত্রী জনাব মোঃ মুজিবুল হক, কুমিল্লা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আ ক ম বাহাউদ্দীন বাহার, নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ড এর সভাপতি প্রফেসর এমিরিটাস রফিকুল ইসলাম ও চট্রগ্রাম বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ আব্দুল্লাহ।অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম আকতারী মমতাজ।আলোচনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল।পরবর্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এ অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন এর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা জেলায় ১৯ টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস