১৭ নভেম্বর ২০১৪ খ্রিঃ সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস-২০১৪ উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সকলে ১ মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। মান্যবর জেলা প্রশাসক বিজয় দিবসে তাঁর বাসভবন প্রাঙ্গণে নব-নির্মিত শহীদ ডিসি শামসুল হক মঞ্চ-এর শুভ-উদ্বোধন এবং সেখানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের কথা সকলকে জানান । এছাড়া শিশু-কিশোরদের জন্য মহান বিজয় দিবসে কুমিল্লা শিশুপার্ক-চিড়িয়াখানায় প্রবেশ ও ধর্মসাগরে প্যাডেল বোটে নৌ-ভ্রমন বিনামূল্য করা সহ ক্রীড়া প্রতিযোগিতায় দেশীয় খেলার প্রচলনের সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে বিজয় দিবস সুষ্ঠুভাবে উদযাপন এর লক্ষ্যে বিভিন্ন উপকমিটি পুণর্গঠন করেন এবং সবশেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামণা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এই সভায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস